

ওঁ,শিব নামে গাঁথা মালা
পুণ্য শিবব্রত তিথি শিবরাত্রি নাম
শ্রদ্ধাভরে গাঁথি মালা করিয়া প্রণাম।
ওঁ, ভব শর্ব রুদ্র উগ্র ভীম ও ঈশান
পশুপতি মহাদেব অষ্ট ধেয় নাম।ওঁ।
অজ শম্ভু হর অপরাজিত ঈশ্বর
বৃষাকপি ত্র্যম্বক পিনাকী মহেশ্বর
একপাদ অহিবধ্ন একাদশ নাম
রুদ্ররূপী মহাদেবে করিনু প্রণাম।
গঙ্গাধর গঙ্গোনাথ গঙ্গেশ ভবেশ
মহাঘোর মহাকাল মনেশ মহেশ।
উমাপতি উমানাথ ভবানীশঙ্কর
নটরাজ নটপতি কাল নটেশ্বর।
শ্যামাপতি শ্যামাকান্ত শশ্মানঈশ্বর
পাশহারী পাশনাথ পরমঈশ্বর।
দেবদেব কালপতি তারক দেবেশ
জটাধারী জটাচারী কপর্দ্দী উমেশ।
শূলপাণি শূলেশ্বর সর্ব শুভঙ্কর
শর্মদ ভবতারণ জটী কালেশ্বর।
শশধর শশপতি শশঙ্কশেখর
শশিভূষণ শশাঙ্ক ও শশিশেখর।
যোগীশ্বর যোগ্যাধীপ যোগীন্দ্র যোগীশ
যোগীপতি যোগীরাজ তিনিই লোকেশ।
সোমপতি সোমেশ্বর তিনি সোমনাথ
মহারুদ্র মুক্তেশ্বর আর সিদ্ধিনাথ।
দিগবাস দিগম্বর ও ত্রিকালেশ্বর
বাণেশ্বর কোটেশ্বর তিনি নাগেশ্বর।
কাশীনাথ বিশ্বনাথ হন বিশ্বেশ্বর
বালেশ্বর সিদ্ধিপতি ও তারকেশ্বর।
অনন্ত আদিত্যবক্ত্র স্বয়ম্ভু আদিত্যাক্ষ
গঙ্গাবাহ লোকনাথ নর্ম্মভষ্মকণ্ঠ।
ত্রিকূটী ত্রিশূলধারী কারণাধিপতি
ত্রিপুরারি ত্রিলোচন পাশুপাতধারী।
চন্দ্রমৌলি ত্রিনয়ন শীর্ষেন্দু শঙ্কর
মদনারি পরমেশ দুঃখাদিতস্কর।
মহারোমা মহানট মৃত্যুঞ্জয় মহাবেগ
মহাব্রতী মহামূর্দ্ধা মহারূপ মহামেঘ।
মহালিঙ্গ মহাহনু মহাসেন মহাশিব
মৃত্যুবঞ্চক মৃগাঙ্কশেখর ও মহাদেব।
শূলধর শূলধন্বা শূলধৃক্ শূলভৃৎ
শশভৃদভূত যমী শমীরোহ শশিভৃৎ।
কপাল কপালী কৃতজ্বর কপালভৃৎ
কেদারনাথ যমারি যমান্তক সখাসুহৃৎ।
খকুন্তল খট্বাঙ্গিন খট্বাঙ্গধর গিরিক্
খট্বাঙ্গভৃৎ খট্বাঙ্গধারী ঘন্টেশ্বর টঙ্কটীক্।
চন্দ্রচূড় চন্দ্রাপীড় চন্দ্রশেখর চন্দ্রিল
জটাচীর জ্বালাবক্ত্র জ্ঞানময় নীলগ্রীব।
তীরু তীরুপতি তুঙ্গীশ ত্রিনেত্র তালাঙ্ক
ত্রিপুরান্ত ত্রিপুরঘ্ন ত্রিচক্ষু ত্রিশূলী ত্র্যক্ষ।
নীললোহিত নকুল নারায়ণপ্রিয় নটবর
নাগচূড় নাগভূষণ নমুচিসূদন নদীধর।
নভঃস্থল নিটলাক্ষ জোটিঙ্গ নিরঞ্জন
ব্যোমকেশ ধরণীধর ধূর্জ্জটি ধর্ম্মবাহন।
পঞ্চমূখ পঞ্চবক্ত্র পঞ্চানন পঞ্চাস্য
পাণিকর্ম্মা পরাঙ্গদ পচপচ প্রহাস।
পিঙ্গেক্ষণ পুনর্ব্বসু পুঞ্জঞ্জয় পুরজিৎ
পর্ণচীরপট পুষ্করস্থপতি পুরভিদ্।
পিণাকপাণি পুরশাসন পুরাসুহৃদ
পুঙ্গবকেতু পুরমথন পুষসুহৃদ্।
বৃষাঞ্চণ বৃষানক বৃষাঙ্ক বিশালাক্ষ
বহিঃরেতা বৃষাকপি ব্রধ্ম ভর্গ ভীষ্ম।
বৃষধ্বজ বরেশ্বর প্রমথাধিপ প্রমথেশ
বিষকণ্ঠ সিতিকণ্ঠ বভ্রু বিশ্বাত্মা বিশ্বেশ।
বৃষভগতি বৃষভধ্বজ ভবাজ ভৃঙ্গীশ
ভূতনাথ ভূতপতি ভূতাত্মা ভূতেশ।
ভৈরব ভগঘ্ন ভরু শক্তিগ্রহ শ্যামকণ্ঠ
গিরিশয় গিরিশ স্বয়ম্ভূ গুড়াকেশ শ্রীকণ্ঠ।
গিরিজাপতি রৈবত গোপতি গরলাভরণ
গুহ্যগুরু সদ্যোজাত তৎপুরুষ সদানন্দ কারণ।
যে পড়িবে যে শুনিবে করিবে মনন
দীর্ঘ আয়ু পাবে পুনঃ পাবে ভক্তি ধন।
(ভব-বিশ্বের উপাদান স্বরূপ।
শর্ব-প্রলয়কারী।
রুদ্র- কর্ম্মফল নাশক।
উগ্র-বিশ্বাতীত,কেউই অভিভূত করতে পারে না।
ভীম-অন্তর্যামী, নিয়ন্তা।
ঈশান- অনুগ্রহ ও নিগ্রহক্ষম।
পশুপতি-পাশবদ্ধ জীব পশু,পশুর পাশমুক্তি দায়ক
বলে পশুপতি।
মহাদেব-দেবশ্রেষ্ঠ।)
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈

