

🛕🎡 কুম্ভস্নান 🐚🪔

দুর্গা বলে চল না সরো
দিয়ে আসি একটা ডুব
কুম্ভমেলায় যেতে আমার
কদিন ধরে ইচ্ছে খুব।
লক্ষ্মী কেও নেবো সাথে
কাতু গনু বললে যাবে
মহাকুম্ভ একশ চুয়াল্লিশ
বছর পরে আবার হবে।
তখন আদৌ পৃথিবীটা
থাকবে কিনা কে তা জানে
তাই তো বলি প্রয়াগ রাজে
ঘুরে আসি পাঁচ জনে।
রক্ষে করো মাগো আমার
কাতর গলায় সরস্বতী
বলে মাগো হঠাৎ কেন
তোমার হলো এমন মতি?
কাতু গনু সঙ্গে গেলে
আরো বিপদ আসবে বুঝে
একবারটি ছাড়লে হাত
আর কি পাবে ওদের খুঁজে?
লক্ষ্মীদিদি চঞ্চলা মা
একটুও স্থির নয় যে মোটে
ঘুরে বেড়াবে মহাকুম্ভে
এ ঘাট থেকে অন্য ঘাটে।
ত্রিবেণী সঙ্গমে দিলেই ডুব
সঙ্গে সঙ্গে পাপ মুক্তি?
বলো মা বুঝিয়ে আমায়
এমন কথার আছে যুক্তি?
দুর্গা বলে বুঝেছি সরো
ইচ্ছে নেই তোমার যেতে
কুম্ভমেলায় শিব আছেন
ভস্ম মেখে ত্রিশূল হাতে।
সঙ্গমে তে দিয়ে ডুব
ছোঁব তাঁর চরণ দুটি
সবার জন্য আনবো আমি
ওখান থেকে জল মাটি।
তাছাড়া তুমি জানোই মা
লেখাপড়া তো অনেক দূর
বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে তা যে বহুদূর।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈

