

( প্রাক্তন শিক্ষক )
পড়ন্ত বিকেলে

কাকেরা সব বাসায় ফেরে শেষ কা-কা রব ঢেলে
সকল খোঁজা নীরব হবে বাসায় ফিরে গেলে।
বটের ছায়া দীর্ঘতর হচ্ছে ক্রমেই বেশ
দিনমণির রক্তিম আভার যদিও আছে রেশ।
কিন্তু সে আর থাকবে কতক্ষণ? গুটিয়ে ফেল হাট।
এত যে বহর জমিয়েছ কোথায় করবে সব লাট?
তবুও খোঁজা আছে বাকি, অনেক রবে পড়ে
তাইতো মন উদাস এমন ফিরতে যে হবে গড়ে।
এখনও অশোক পলাশ রাঙা, মন-বনে কুহু গায়
দোদুল-দুল মালতীলতা সুবাস ছড়িয়ে যায়,
আম্রশাখে নবীন মুকুল উঠছে কত ভরে
বকুল চাঁপা রজনীগন্ধা মনের ভিতর সরে।
মাদল বাজে,বাজে বাজুক মহুয়ার ও বনে
লাজুক হাসি থাকে থাকুক- যায় যে চলে কনে,
আপন হাতে গড়া বাসা থাকে থাকুক খাড়া
ধন সম্পদ পরিবার পরিজন যতই হোক বাড়া,
এবার তোরে নিত্যকালের ঘরে দিচ্ছে যখন তাড়া,
যাবার পথে ষড়রিপুদের করিস না আর খাড়া।
ফিরতে তাড়া,দিতেই হবে সাড়া- পড়ন্ত বিকেল
সময় বেশি নাই, অনবরত বাজতে আছে বেল।
অসার যত দে ফেলে দে, বাঁধতে থাক যা সার
যারা তোমার সাথের সাথী, কেউ নয়ত আর।
নেই আর বেলা, এই বেলাতে নাও ভাসিয়ে দে
এলি যেমন, যাবি তেমন, তবু সুকৃতি যাবে যে।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈

