

প্রথম দেখা
কাল অবধিও ছিনু আমি
দিলখোলা ও চনমনে,
আজ মনটা ছিটকে পালায়
হঠাৎ করে কার পানে |
বেশ তো আমি ছিলাম ভালো
কিন্তু এখন একি হাল,
ছুটে চলে যায় মনটা শুধু
ট্রেনে দেখেছি যারে কাল |
যাচ্ছিল সে মাসির বাড়ি
সঙ্গে তাহার মাসি,
কথাবার্তায় ঝরছিল তার
মুক্তোঝরা হাসি |
খুব রূপসী মিষ্টভাষী
সুন্দরী ও ফর্সা,
রূপের ছটা ঝলকে উঠে
যেন পদ্মপাতায় বর্ষা |
রেশমী কালো চুলগুলি তার
গালের পাশে দুলছিল,
কালো মেঘের ফাঁক দিয়ে
যেন পূর্ণিমা চাঁদ ডাকছিল |
দুষ্টু আঁখির কালো তারা
দিচ্ছিল যে হাতছানি,
হৃদয় আমার গুলিয়ে গিয়ে
কি হচ্ছিল কি জানি |
অনেক লোকতো ট্রেনে যায়
যেদিকে খুশী যাক না,
ঐ রূপসী আমার হৃদয়ে
খুলল প্রেমের ঢাকনা |
সম্বিত আমি ফিরে পেলাম
ট্রেনটা যখন থামলো,
আমার সাথে হাত মিলিয়ে
ট্রেন থেকে সে নামল |
কাঁচা অঙ্গের ঢেউ তুলে সে
চলে যায় ধীরে ধীরে,
মনটা সাথে টেনে নিয়ে যায়
আর আসেনা ফিরে I
পাওয়ার মধ্যে ঐটুকুই তো
কোমল হাতের স্পর্শ,
তাতেই আমার হৃদয় মাঝে
জেগে উঠেছে হর্ষ |
জেনেছি শুধু নামটি তার
ও কোন কলেজের ছাত্রী,
প্রথম বর্ষের ঐ রূপসী
হবে কি আমার পাত্রী |
মনটা অনেক এগিয়ে ভাবে
পাকায় সব তালগোল,
আমার হৃদয়ের তোলপাড়ে
তার কি আছে হেলদোল |
যাবো আমি সেই কলেজে
দেখা করতে তার সাথে,
জিজ্ঞাসিব তারে আমি
ঘুম আসে না কেন রাতে |।
আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।
আমরা বিচার বিশ্লেষণ করে শর্তসাপেক্ষে তা সর্বসমক্ষে প্রকাশ করব, আপনাদের প্রিয় এই ওয়েবসাইটে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে চাইলে এই লেখার উপর ক্লিক করুন 👈
